ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট আঙিনায় ২০ বছর: বাংলাদেশের সেরা একাদশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ১৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেখতে দেখতে টেস্ট আঙিনায় পা রাখার ২০ বছর পূরন করলো বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় সাদা পোশাকে টাইগারদের পথচলা। দীর্ঘ এ সময়ে জাতীয় দলে খেলেছেন অনেক ক্রিকেটার। কেউ আলো ছড়িয়েছেন, কেউ সুযোগ পাওয়ার আগেই ঝরে গেছেন।

সম্প্রতি ২০ বছরের ইতিহাসে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত জুরি বোর্ড। এই বোর্ডে ছিলেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও আতহার আলি খান। এছাড়া দেশের অন্যতম সেরা ও প্রবীণ কোচ যার হাত ধরে উঠে এসেছেন অনেক তারকা খেলোয়াড়, সেই নাজমুল আবেদীন ফাহিম স্যারও ছিলেন জুরি বোর্ডে।

পাঁচ সদস্যের জুরি বোর্ডের বাকি দুজন হচ্ছেন আন্তর্জাতিক আম্পায়ার শরফুদৌলা ইবনে সৈকত ও সাংবাদিক উৎপল শুভ্র। নানা দিক বিচার করে এই জুরি বোর্ড বাংলাদেশের সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন।

এই দলের ওপেনিংয়ে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম উইকেট পতনে নামবেন মিস্টার ফিফটি হাবিবুল বাশার। টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথা চার নম্বরে রাখা হয়েছে এই ফরম্যাটের বর্তমান অধিনায়ক মুমিনুল হককে।

দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পাঁচে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার পরই নামবেন দেশের একসময়ের সেরা তারকা মোহাম্মদ আশরাফুল। সাতে ব্যাট করবেন বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেল এন্ডারদের শুরুতে আটে ব্যাট করবেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। নয়ে মেহেদি হাসান মিরাজ। দলের অধিনায়ক হিসেবে এখানে জায়গা পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া দ্বিতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন শাহাদাত হসেন রাজীব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টেস্ট আঙিনায় ২০ বছর: বাংলাদেশের সেরা একাদশ

আপডেট টাইম : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ দেখতে দেখতে টেস্ট আঙিনায় পা রাখার ২০ বছর পূরন করলো বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় সাদা পোশাকে টাইগারদের পথচলা। দীর্ঘ এ সময়ে জাতীয় দলে খেলেছেন অনেক ক্রিকেটার। কেউ আলো ছড়িয়েছেন, কেউ সুযোগ পাওয়ার আগেই ঝরে গেছেন।

সম্প্রতি ২০ বছরের ইতিহাসে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত জুরি বোর্ড। এই বোর্ডে ছিলেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও আতহার আলি খান। এছাড়া দেশের অন্যতম সেরা ও প্রবীণ কোচ যার হাত ধরে উঠে এসেছেন অনেক তারকা খেলোয়াড়, সেই নাজমুল আবেদীন ফাহিম স্যারও ছিলেন জুরি বোর্ডে।

পাঁচ সদস্যের জুরি বোর্ডের বাকি দুজন হচ্ছেন আন্তর্জাতিক আম্পায়ার শরফুদৌলা ইবনে সৈকত ও সাংবাদিক উৎপল শুভ্র। নানা দিক বিচার করে এই জুরি বোর্ড বাংলাদেশের সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন।

এই দলের ওপেনিংয়ে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম উইকেট পতনে নামবেন মিস্টার ফিফটি হাবিবুল বাশার। টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথা চার নম্বরে রাখা হয়েছে এই ফরম্যাটের বর্তমান অধিনায়ক মুমিনুল হককে।

দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পাঁচে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার পরই নামবেন দেশের একসময়ের সেরা তারকা মোহাম্মদ আশরাফুল। সাতে ব্যাট করবেন বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেল এন্ডারদের শুরুতে আটে ব্যাট করবেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। নয়ে মেহেদি হাসান মিরাজ। দলের অধিনায়ক হিসেবে এখানে জায়গা পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এছাড়া দ্বিতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন শাহাদাত হসেন রাজীব।