হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নির্বাচনের ইস্যুতে বিভিন্ন ভুয়া তথ্য এবং যড়যন্ত্রমূলক তথ্য ঠেকাতে ফেসবুকের শেয়ারিং অপশনে পরিবর্তন আসছে। এই পরিবর্তনটি বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে।
নিউইয়র্ক টাইমস জানায় শেয়ারিং ফিচারে ফেসবুক ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে তা এখনো পরিষ্কার নয়। তবে বিষয়টি এমন হতে পারে যে নতুন করে আরো দু-একটি বেশি ক্লিক করতে হবে। টুইটারও এ কারণে নতুন কিছু পরিবর্তন এনেছে।
এনগেজেট জানায়, ফেসবুক যেকোনো সহিংসতার ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন এবং প্রতিষ্ঠানটি চাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যেন এই বিষয়ে শান্ত থাকেন। এদিকে জানায়, গত কয়েক দিনে ফেসবুকে অভ্যন্তরীণ একটা সংগঠিত সহিংসতার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্র জানান, ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফেসবুক সাময়িক কিছু অতিরিক্ত ধাপ সংযোজন করেছে। এখন ফেসবুকের কোনো ব্যবহারকারী নির্বাচন সংক্রান্ত কোনো পোস্ট দিতে চাইলে তাদের ভোটিং ইনফরমেশন সেন্টারের দিকে নজর দিতে বলবে। এছাড়া ভোট সংক্রান্ত কিছু লাইভ ভিডিও আটকে দেবে ফেসবুক। তবে ফেসবুকের এই কর্মকাণ্ড কতদিন চলবে তা নির্দিষ্ট করে জানাননি সেই মুখপাত্র।