হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে সাধারণত অনেকেই গৃহকর্মীদের সামাজিক মর্যাদা দিতে ইতস্তত বোধ করেন। সবসময় পরিবারের সেবায় নিয়োজিত থাকলেও যেকোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে তারা ব্রাত্য থেকে যান। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। পারিবারিক উৎসবেও গৃহকর্মীকে নিয়ে এসেছেন তিনি।
গত ৩১ অক্টোবর তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাসকিন আহমেদ। এ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে একটি কক্সবাজারের একটি রিসোর্টে সময় কাটাতে যান তিনি। বিশেষ এই দিনটি উদযাপন শেষে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই ফাস্ট বোলার।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, শুভ বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ, আমাদের একসঙ্গে থাকার ৩ বছর হলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
ছবিগুলোর মাঝে একটিতে দেখা যায় পরিবারের সব সদস্য মিলে সুইমিংপুলে একটি সেলফি তুলেছেন তাসকিনের বাবা। সেখানেই সবার সঙ্গে ছিলেন তার বাসার গৃহকর্মীও। এমন ঘটনায় অনেকেই তাসকিনকে প্রসংসায় ভাসিয়েছেন। চারদিকে যেখানে গৃহকর্মী নির্যাতনের খবর নিয়মিত ব্যাপার, সে সময় তার এমন বদান্যতা সবাইকে মুগ্ধ করেছে।