ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ গ্রেট কুমার সাঙ্গাকারার জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ৯০ দশক ও নতুন শতাব্দীর সেরা বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার আজ জন্মদিন। লঙ্কান গ্রেট সাঙ্গাকারা আজ (২৭ অক্টোবর) ৪৩-এ পা রাখলেন।

ক্রিকেটে শ্রীলঙ্কার গৌরবময় সময়ের সারথি সাঙ্গাকারা। একটা দীর্ঘ সময় ধরে লঙ্কানদের ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ ছিলেন তিনি।

টেস্ট হোক কিংবা ওয়ানডে সব ফরম্যাটেই তিনি ছিলেন সত্যিকারের ‘ক্লাস ব্যাটসম্যান’। তার ব্যাটিং দেখার মাঝে যে তৃপ্তি পাওয়া যেত, তা আজকের দিনে প্রায় বিরল।

২০১৫ সালে অবসর নেওয়ার আগে টেস্ট ক্রিকেটে তার নামের পাশে যুক্ত হয় ১২ হাজার ৪০০ রান, গড় ৫৭.৪০! এই ফরম্যাটে ৩৮টি সেঞ্চুরি আর ৫২টি ফিফটি করার কৃতিত্ব আছে তার। এই ফরম্যাটের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সাঙ্গাকারার ওয়ানডে ক্যারিয়ারও তার ক্লাস বজায় রেখেছে। এই ফরম্যাটে ৪০৪ ম্যাচে তার রান ১৪ হাজার ২৩৪ রান, গড় ৪২! এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

শুধু ব্যাটিং কেন, উইকেটরক্ষক হিসেবেও তিনি ছিলেন সমীহ জাগানিয়া। মুত্তিয়া মুরালিধরনের মতো বিস্ময় স্পিনারের বলে উইকেটরক্ষকের ভূমিকায় থাকা বিশ্বের অনেক বড় মাপের উইকেটরক্ষকের জন্যও অসুবিধার কারণ হওয়ার কথা। সেখানে তার অনায়াস কিপিং ছিল তার ব্যাটিংয়ের মতোই রীতিমত দৃষ্টিনন্দন।

ওয়ানডে ক্যারিয়ারে ৪৮২টি ডিসমিসাল নিয়ে উইকেটরক্ষকদের তালিকায় শীর্ষে তার নাম। টেস্টে নিয়মিত উইকেটরক্ষক না হয়েও ১৩৪ ম্যাচের ৯০ ইনিংসে ১৫১টি ডিসমিসাল তার।

টেস্ট র‍্যাংকিংয়ে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সবচেয়ে বেশিবার শীর্ষস্থানে ছিলেন সাঙ্গাকারা। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেবার ফাইনালে তার ব্যাটিং ঝলকেই শিরোপা জেতে শ্রীলঙ্কা। ম্যাচসেরাও হন তিনি। সাঙ্গাকারার হাত ধরেই ২০০৭, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে লঙ্কানরা।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলেছেন এই লঙ্কান মহাতারকা। সর্বশেষ ২০২০ সালে মেরিলিবন ক্রিকেট ক্লাবের হয়ে পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজ গ্রেট কুমার সাঙ্গাকারার জন্মদিন

আপডেট টাইম : ০৩:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ৯০ দশক ও নতুন শতাব্দীর সেরা বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার আজ জন্মদিন। লঙ্কান গ্রেট সাঙ্গাকারা আজ (২৭ অক্টোবর) ৪৩-এ পা রাখলেন।

ক্রিকেটে শ্রীলঙ্কার গৌরবময় সময়ের সারথি সাঙ্গাকারা। একটা দীর্ঘ সময় ধরে লঙ্কানদের ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ ছিলেন তিনি।

টেস্ট হোক কিংবা ওয়ানডে সব ফরম্যাটেই তিনি ছিলেন সত্যিকারের ‘ক্লাস ব্যাটসম্যান’। তার ব্যাটিং দেখার মাঝে যে তৃপ্তি পাওয়া যেত, তা আজকের দিনে প্রায় বিরল।

২০১৫ সালে অবসর নেওয়ার আগে টেস্ট ক্রিকেটে তার নামের পাশে যুক্ত হয় ১২ হাজার ৪০০ রান, গড় ৫৭.৪০! এই ফরম্যাটে ৩৮টি সেঞ্চুরি আর ৫২টি ফিফটি করার কৃতিত্ব আছে তার। এই ফরম্যাটের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সাঙ্গাকারার ওয়ানডে ক্যারিয়ারও তার ক্লাস বজায় রেখেছে। এই ফরম্যাটে ৪০৪ ম্যাচে তার রান ১৪ হাজার ২৩৪ রান, গড় ৪২! এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

শুধু ব্যাটিং কেন, উইকেটরক্ষক হিসেবেও তিনি ছিলেন সমীহ জাগানিয়া। মুত্তিয়া মুরালিধরনের মতো বিস্ময় স্পিনারের বলে উইকেটরক্ষকের ভূমিকায় থাকা বিশ্বের অনেক বড় মাপের উইকেটরক্ষকের জন্যও অসুবিধার কারণ হওয়ার কথা। সেখানে তার অনায়াস কিপিং ছিল তার ব্যাটিংয়ের মতোই রীতিমত দৃষ্টিনন্দন।

ওয়ানডে ক্যারিয়ারে ৪৮২টি ডিসমিসাল নিয়ে উইকেটরক্ষকদের তালিকায় শীর্ষে তার নাম। টেস্টে নিয়মিত উইকেটরক্ষক না হয়েও ১৩৪ ম্যাচের ৯০ ইনিংসে ১৫১টি ডিসমিসাল তার।

টেস্ট র‍্যাংকিংয়ে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সবচেয়ে বেশিবার শীর্ষস্থানে ছিলেন সাঙ্গাকারা। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেবার ফাইনালে তার ব্যাটিং ঝলকেই শিরোপা জেতে শ্রীলঙ্কা। ম্যাচসেরাও হন তিনি। সাঙ্গাকারার হাত ধরেই ২০০৭, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে লঙ্কানরা।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলেছেন এই লঙ্কান মহাতারকা। সর্বশেষ ২০২০ সালে মেরিলিবন ক্রিকেট ক্লাবের হয়ে পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলেছেন তিনি।