হাওর বার্তা ডেস্কঃ ইসলামের জন্য বিপজ্জনক ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসলামভীতি উৎসাহের অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রদি নবী মুহাম্মদ (স.) কে নিয়ে তৈরি কার্টুন শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করে খুন হন ফরাসী এক শিক্ষক। তারপর, নবী মুহাম্মদ (স.) এর সে কার্টুন দেশজুড়ে প্রদর্শন শুরু করে ফরাসী সরকার। সারাবিশ্বের মুসলমানরা এর বিরোধিতা করে ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছেন। বয়কট করছেন ফরাসী পণ্য।
ইমরান খান বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো জাতিকে একত্রিত করা। তা না করে ম্যাক্রোঁ জাতিকে বিভ্রান্ত করছেন। সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। মেরুকরণ, প্রান্তীকরণ, ঘৃণ্য বক্তব্য যেগুলো উগ্রবাদের দিকে নিয়ে যায় সেগুলো থেকে বিরত থাকতে পারতেন।
রেবিবার (২৫ অক্টোবর) এ বিষয়ে একাধিক টুইট করেন ইমরান খান। টুইট বার্তায় তিনি বলেন, এটা খুবই দু:খজনক যে ইসলামকে আক্রমণ করে তিনি ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহী করছেন। সন্ত্রাসী যারা সংঘাত ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ব বাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসী আদর্শবাদীদের তিনি কিছু্ই বলেননি। শুধু মুসলামনদের লক্ষ্যবস্তু বানিয়েছে ফরাসী প্রেসিডেন্ট।
‘নবী মুহাম্মদের (স.) অবমাননাকর কার্টুন প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ইচ্ছাকৃতভাবে উস্কানী দিচ্ছেন ম্যাক্রোঁ। একইভাবে উস্কে দিচ্ছেন তার জনগণকেও। যা অত্যন্ত দুঃখজনক।’ বলেন ইমরান খান।
তিনি আরও বলেন, ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। তার এ আচরণে ইউরোপসহ বিশ্বের কোটি কোটি মুসলমান কষ্ট পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে।
কোনো কিছু না জেনে প্রকাশ্যে বক্তব্য আরও ঘৃণা এবং ইসলামভীতি ছড়াবে। ফলাফল উগ্রবাদীর জন্ম নেবে। বিশ্বে আরো মেরুকরণ হবে। যা কখনোই কাম্য নয়। বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য অর্গানাইজেশন অব ইসলামি কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দল জামাত-ই-ইসলামের প্রধান সিরাজুল হক।
শনিবার টুইট বার্তায় তিনি বলেন, মুসলমানদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হযরত মুহাম্মদ (স.) এর সম্মান। নবীজির সম্মান রক্ষা করা ইসলামের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার দ্বারা ওতপ্রোতভাবে জড়িত। সমগ্র মুসলিম জাতি সর্বসম্মতিক্রমে ফ্রান্সের ভবনে মহানবীর অবমাননাকর কার্টুন প্রদর্শনের নিন্দা জানাচ্ছে।
গেলো মাসে ম্যাক্রোঁ ইসলামকে বিশ্বের জন্য সংকট বলে আখ্যা দেন। ফ্রান্সে ইসলামি বিচ্ছিন্নতাবাদ মোকাবিলয়ায় কঠোর আইন প্রণয়েনেরও ঘোষণা দেন তিনি।
ফ্রান্সের মুসলমানরা দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ইসলাম দমন চেষ্টার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে ইসলামোফোবিয়াকে বৈধকরণের অভিযোগ তুলেছেন তারা।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও ম্যাক্রোঁর ইসলাম এবং মুসলমান বিদ্ধেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ফরাসী প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা প্রয়োজন।