হাওর বার্তা ডেস্কঃ ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ যেন নিত্যদিনের সঙ্গী। নারী,পুরুষ, ছোট কি বড় সবারই এই সমস্যা দেখা দিচ্ছে। এর কারণগুলোর মধ্যে অন্যতম হলো পরিবেশের দূষণ, কম ঘুম, রাত জাগা, অনিয়মিত জীবনযাপন, পুষ্টিকর খাবার না খাওয়া ইত্যাদি।
তবে ঘরোয়া উপায়ে কিন্তু ডার্ক সার্কেল দূর করতে পারবেন। পাশাপাশি আপনাকে ঘুম ঠিক রাখতে হবে। দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত পানি পান করুন। সুষম খাবার খান। এছাড়া কমলার রস ব্যবহার করতে পারেন। এতে একদিনেই আপনার ডার্ক সার্কেল অনেকটা দূর হবে।
যদি দাগ হালকা হয় তবে একদিনই যথেষ্ট। তবে অনেকদিনের কালো দাগ হয় তাহলে টানা এক সপ্তাহ ব্যবহার করুন। চলুন তবে জেনে নেয়া যায় কীভাবে ব্যবহার করবেন কমলার রস-
> কলমার রসে তুলার প্যাড ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এরপর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
> আবার কমলার রসের সঙ্গে পুদিনার রস, শসার রস এবং বেসন মিশিয়ে একটি প্যাক ব্যবহার করুন। এরপর চোখের চারপাশে প্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ম্যাসাজ করে ধুয়ে নিন।