হাওর বার্তা ডেস্কঃ সাধারণত উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শোনা যায় পুরুষ কণ্ঠে। সেই প্রথা ভেঙে এবার ইন্দোনেশিয়া ও মালেয়শিয়ায় নারীদের দেওয়া হচ্ছে উচ্চস্বরে কোরআন তেলাওয়াতের উৎসাহ।
বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে মুসলমানরা প্রার্থনার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত করেন। এ ক্ষেত্রে বেশিরভাগ পুরুষই জনসম্মুখে কোরআন তেলাওয়াত দক্ষ হয়ে উঠেছেন। অনেক জায়গায় পুরুষের সামনে নারীদের তেলাওয়াতে নিষেধাজ্ঞা আছে, আবার অনেক ক্ষেত্রে নারীদের জনসম্মুখে তেলাওয়াতকে স্বীকৃতি দেয়া হয় না।
এই প্রথা ভাঙার চেষ্টা করছেন ইন্দোনেশিয়ার নারীরা। তারা মনে করছেন, নারীদের তেলাওয়াত করার রীতি ‘ইসলামে অনেক আগে থেকেই প্রচলিত’।
বিবিসির ভিডিও বার্তায় এক নারী কোরআন তেলাওয়াতকারী বলেন, আমার সুরে আবেগ-প্রেম-দরদ সব আছে। আমি ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত করে আসছি।