হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ালে সেই জায়গায় স্থলাভিষিক্ত হোন তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব পেলেও মাঠে নিজের নেতৃত্ব দেখানোর সুযোগই পাচ্ছিলেন না এই ওপেনার। অবশেষে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’-এ আজ অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মিলছে ওয়ানডেতে নেতৃত্ব পাওয়া তামিমের সামনে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ তামিম একাদশ বনাম নাজমুল একাদশের মধ্যকার ম্যাচে চোখ থাকবে ‘অধিনায়ক’ তামিমের দিকে।
কিন্তু দুটোই ছিল কাজ চালানোর দায়ে। তাই অধিনায়ক তামিমের সেরাটা কখনো পাওয়া সম্ভব ছিল না বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। তবে এবার তামিমের উপর অনেক ভরসা করেই দলের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব পাওয়ার পর তামিমের সামনে নিজেকে প্রমাণের প্রথম মঞ্চ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করোনার কারণে এক রাউন্ড শেষে থেমে যায় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টটি। তবে সেই এক ম্যাচেই দলকে জয় উপহার দিয়েছিলেন অধিনায়ক তামিম।
দীর্ঘদিন পর আবার অধিনায়কত্বে ফিরছেন তামিম। তাও ওয়ানডে ফরম্যাটে। জাতীয় দলের হয়ে এই ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন বলে, এবারের প্রেসিডেন্টস কাপে অধিনায়ক তামিমের প্রতি সবার চোখ থাকবে সবার। তামিম নিজের দলকে কীভাবে নিয়ন্ত্রণ করেন, অন্যান্য খেলোয়াড়দের দিকেও কতটা নজর রাখেন; সেটাও মুখ্য হয়ে উঠবে তিন দলের এই প্রতিযোগিতামূলক ওয়ানডে টুর্নামেন্টে। ইতিমধ্যে দলের মধ্যে মাঠের ভেতরে-বাইরে দারুণ জনপ্রিয় তামিম। এখন নেতৃত্ব দিয়ে মাঠের খেলা কীভাবে নিয়ন্ত্রণ করেন তামিম, সেদিকে সবার নজর থাকবে।
এছাড়াও জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো কিংবা ক্রিকেট বোর্ডের কাছেও অধিনায়ক হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ফুটিয়ে তোলার জন্য তামিমের সামনে এটিই সবচেয়ে ভালো সুযোগ। ইতিমধ্যে কোচ জানিয়েছেন, তিনি অধিনায়ক তামিমকে দেখতে মুখিয়ে আছেন। ম্যাচের কোন পরিস্থিতিতে তামিম কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন কিংবা ম্যাচের গতিপথ বদলে সহায়তা করেন সেটিও পরখ করে দেখতে চান তামিম। তবে এই কোচ আশা করছেন, এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।সেই আশা ক্রিকেট বোর্ডের, ভক্ত-সমর্থক এমনকি স্বয়ং তামিম ইকবালেরও। বিসিবি ২০২৩ বিশ্বকাপে তামিমের হাতেই বাংলাদেশের সাফল্য দেখছেন। সেই সফলতা অর্জনের পথে নিজেকে প্রমাণের প্রথম ধাপে অধিনায়ক তামিম আজ কী চমক দেখান, সেটিই এখন দেখার বিষয়।