,

246479_neda

বিয়ের আগে ফটোশুটে নেহা কক্কর

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি নেহা কক্করের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই তিনি গাঁটছড়া বাঁধছেন। এরই মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করলেন নেহা। যেখানে সালওয়ার কামিজে সেজে ছবি শেয়ার করতে দেখা যায় বলিউডের জনপ্রিয় গায়িকাকে। পাশাপাশি সেই ছবিতে, ‘নেহু দা বিয়া’ বলেও ক্যাপশন যোগ করেন বি টাউনের রিমেক কুইন। নেহা কক্করের ওই ছবি এবং তার ক্যাপশন দেখে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। নেহা কক্করের বিয়ে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় নতুন জীবন তিনিও শুরু করতে চলেছেন বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বন্ধু শ্বেতা আগরওয়ালের সঙ্গেই উদিত নারায়ণের ছেলে সংসার পাততে চলেছেন বলে জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর