হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ ছয় মাস পর ‘বিসিবি প্রেসিডেন্টস’ কাপ দিয়েই শুরু হলো দেশের ক্রিকেট উন্মাদনা।
ক্রিকেটকে মাঠে ফেরাতে বিসিবির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন দলকে নিয়ে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের পথচলা শুরু। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে। টস জিতে মাহমুদউল্লাহ একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের ভালো সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। তিন দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল খান।
তিনটি দলই একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল আগামী ২৩ অক্টোবর ফাইনালে লড়বে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সর্বমোট ১০০ জন, খেলোয়াড়-সাপোর্ট স্টাফ-ম্যাচ কর্মকর্তা এবং কর্মীরা টুর্নামেন্টের সঙ্গে জড়িত থাকবেন। তাদের সবারই করোনা পরীক্ষা করা হয়েছে এবং তারা করোনা নেগেটিভ।
কোভিড-১৯ এর স্বাস্থ্য ও সুরক্ষার মান নিশ্চিত করার জন্য, তাদের সকলকে এরইমধ্যে টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা পরিবেশে রাখা হয়েছে।
এই টুর্নামেন্টটি লিস্ট ‘এ’র মর্যাদা পাচ্ছে না, এমনকি প্রতি বছরও এমন আসর আয়োজন করবে না বিসিবি।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, খেলোয়াড়দের ম্যাচ অনুশীলন করার সুযোগ দেয়ার জন্য এই টুর্নামেন্ট এবং আমরা প্রতিবছর এটি আয়োজন করবো না। আইসিসির তালিকায় এটির মর্যাদার জন্য আমরা আবেদন করিনি।
যেহেতু এটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট নয়, তাই খেলোয়াড়দের প্রোফাইলে এসব ম্যাচের পরিসংখ্যান যুক্ত হবে না। তারপরও এই টুর্নামেন্টটি সবাই খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে।
টুর্নামেন্টের এক দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা টুর্নামেন্ট থেকে অনেক কিছুই অর্জন করতে পারি। তবে নতুন খেলোয়াড়দের জন্য এটি বড় প্লাটফর্ম।
এই টুর্নামেন্টে অনেক তরুণ খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিশেষভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা সিনিয়র ও তাদের আদর্শদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম বলেন, টুর্নামেন্টের মাধ্যমে সিনিয়দের সঙ্গে ড্রেসিংরুমে ভাগাভাগি করার সুযোগ পাবো। তামিম ইকবাল আমার আদর্শ, তার সঙ্গে খেলাটা আমার জন্য বিশেষ কিছু।
তামিম আরো বলেন, এ টুর্নামেন্ট আইসিসির মর্যাদা না পেলেও খেলোয়াড়রা গুরুত্ব সহকারে নিচ্ছে। আমি আগেই বলেছি, এটি সবার জন্য একটি ভাল সুযোগ। কিছু খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ, আন্তর্জাতিক এবং অন্যদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য প্রস্তুত করার একটি টুর্নামেন্ট। কিছু খেলোয়াড়দের জন্য এটি জাতীয় দলের দরজায় কড়া নাড়ার প্লাটফর্ম।আমরা বাংলাদেশের জন্য যেভাবে খেলি, এখানেও সেভাবে খেলবো।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন্স এবং রানার্স-আপ দলের পাশাপাশি ম্যান-অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের জন্যও আকর্ষণীয় পুরষ্কার থাকবে।
অন্য একটি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমরা ট্রফির জন্য সর্বাত্মক চেষ্টা করবো। কারণ এটি মর্যাদাপূর্ণ লড়াই। আমরা আশা করি, ট্রফি জিততে পারবো। আমরা একটি ভালো দল পেয়েছি এবং ভারসাম্যপূর্ণ দল পেয়েছি।
তিনি আরো যোগ করেন, এই টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি ভালো উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরেই আমরা ক্রিকেটের বাইরে আছি। তাই এ ধরনের প্রতিযোগিতা আমাদের জন্য ভালো হবে।
টুর্নামেন্টের আরেক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, টুর্নামেন্টে নিয়ে তারা খুবই উচ্ছ্বসিত ও শিরোপা জয়ই প্রধান লক্ষ্য।
তিনি বলেন, আমরা আমাদের দলে মুশফিকুর রহিমের মত খেলোয়াড় পেয়েছি এবং আমরা জানি, সে বড় প্রভাব ফেলতে পারে। আশা করি, আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।