হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।
তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালতে।
এছাড়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১ লাখ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে।
শুধু তাই নয় থানায় জমা রাখতে হবে পাসপোর্টও। এছাড়া মুম্বাইয়ের বাইরে যেতে হলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। আর দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় তাকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।