হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দা থেকে অলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুরুটা বিজ্ঞাপন-নাটক দিয়ে। তবে এখন তার ধ্যান জ্ঞান আরাধনা সবকিছুই চলচ্চিত্রকে ঘিরেই। চলচ্চিত্রেই ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে তিনি ছুটে চলেছেন। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো ছবিতে অভিনয়ে দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এরইমধ্যে। তরুণ প্রজন্মের এই অভিনেত্রী বর্তমানে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে তার সহকর্মী দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ছবিটি ‘আইথিয়েটার’ শিরোনামের নতুন একটি ওটিটি প্ল্যাটফরমে চলতি মাসের শেষের দিকে মুক্তির কথা রয়েছে।
ইতিমধ্যে গান বাদে সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে ছবিটির। শুটিংয়ের সঙ্গে সঙ্গে সম্পাদনার কাজও চলছে। এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলে মানবজমিনের সঙ্গে আলাপকালে জানান স্পর্শিয়া। ছবিটিতে তার চরিত্রের নাম শুভ্রা। তবে গল্প ও তিনি ঠিক কেমন চরিত্রে অভিনয় করছেন তা নিয়ে তিনি বলতে নারাজ। তবে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে স্পর্শিয়া বলেন, পুরোটাই চমক হিসেবে রাখতে চাই। এখন যদি সব বলে দেই তাহলে দর্শকরা যখন স্ক্রিনে দেখবে তখন মজাটা পাবে না। শুধু এতটুকুই বলবো ‘নবাব এলএলবি’ গল্পটা খুবই চমৎকার। আমার চরিত্রটিও এক কথায় দারুণ। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছি। বলা চলে চরিত্রের মধ্যেই বসবাস করেছি। আর শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিষয়ে এ অভিনেত্রী বলেন, কাজ করতে এসে শাকিব ভাই সমন্ধে ধারণা পাল্টে গেছে। খুবই কো-অপারেটিভ মানুষ। কাজের সময় অনেক সাহায্য করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে। এই অভিজ্ঞতাগুলো আমার ক্যারিয়ারের জন্য অনেক কাজে দেবে বলে আমার কাছে মনে হয়। এদিকে সম্প্রতি আরো দু’টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। তবে সেগুলো নিয়ে এখনই তিনি বিস্তারিত জানাতে চাচ্ছেন না। অক্টোবরের শেষেই নতুন সিনেমার কাজ করবেন বলে জানিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।