হাওর বার্তা ডেস্কঃ পাপারাৎজির ভিড় নেই, সেলফি তোলার হিড়িক নেই, মুখে মাস্কও নেই— লন্ডনের রাস্তায় এভাবেই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। খোলা চুল, বডি হাগিং টপ আর লেদার জ্যাকেটে এ ভাবেই ধরা দিলেন নুসরাত। যেন সদ্য যৌবন ছোঁয়া কিশোরী। পেছনে উঁকি দিচ্ছে লাল অক্ষরে বড় বড় করে লেখা ‘হার্ড রক ক্যাফে’। তার সামনে নুসরাত দু’হাত মেলে কখনও ছুটে বেড়াচ্ছেন আবার কখনও বা ইশারায় ডেকে নিচ্ছেন ক্যামেরার পিছনে থাকা মানুষটিকে। সেই হাতছানি এড়ায় সাধ্য কার! এ যেন অন্য এক নুসরাত ল। দিন কয়েক আগেই পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি শুটের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন নুসরাত। সফরসঙ্গী ছিলেন রুদ্রনীল ঘোষ। নুসরাতের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, গৌরব চক্রবর্তী।
এই ছবিই প্রথম নুসরাত-গৌরব জুটি উপহার দিতে চলেছে দর্শকদের। রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে দেখা যাবে তাদের। এই অ্যাডভেঞ্চার-থ্রিলারের প্রযোজক এসকে মুভিজ।