হাওর বার্তা ডেস্কঃ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) মোট ৩০০ জনকে টিকিট দেবে।
মূলত যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনায় আটকা পড়েছেন, তারাই এ টিকিট পাচ্ছেন। এয়ারলাইন্সের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি। যাদের ভিসার মেয়াদ কম তারা অগ্রাধিকার ভিত্তিতে এ টিকিট পাচ্ছেন বলে জানা যায়।
এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় করছেন টোকেন ও টিকিট প্রত্যাশীরা।
তাদের দাবি, করোনা পরিস্থিতিতে আমরা দেশে এসে আটকা পড়ে গেছি। এখন বিদেশে যাওয়ার টিকিট পাচ্ছি না। আবার ওখানে গিয়ে থাকার নিশ্চয়তা নেই। সবমিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা।