হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ পৌরসভা – বাংলাদেশ রেডক্রিসেন্টে ইউনিটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মনোয়ার হোসাইন রনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হোসাইন মোহাম্মদ প্রদীপ প্রদীপসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা।
কিশোরগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মনোয়ার হোসাইন রনি জানান, কিশোরগঞ্জে ৬-৫৯ মাস বয়সী পাঁচ লাখ ৩৩ হাজার শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ০৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৬৬ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শতাধিক যুব রেডক্রিসেন্ট সদস্য মোবাইল টিমে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে।
এছাড়া সিভিল সার্জন কার্যলয় থেকে ভলান্টিয়ার ও সরকারী চিকিৎসকরা ও সমন্বয় করে কাজ করছে।