হাওর বার্তা ডেস্কঃ ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার পাঁচশ ৪৪ জন এবং মারা গেছে এক লাখ আটশ ৭৫ জন।
তবে আক্রান্তদের মধ্যে ৫৪ লাখ ২৭ হাজার সাতশ ছয়জন সুস্থ হয়েছে এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে নয় লাখ ৪৪ হাজার নয়শ ৬৩ জন।
গতকাল সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৯ হাজার নয়শ ৭৪ জন এবং মারা গেছে এক হাজার ৭১ জন। তার আগের দিন আক্রান্ত হয়েছে ৮১ হাজার ছয়শ ৯৩ জন এবং মারা গেছে এক হাজার ৯৬ জন।
এদিকে সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৮ লাখ ৩৮ হাজার দু’শ নয়জন এবং মৃতের সংখ্যা ১০ লাখ ৩৩ হাজার তিনশ ৫৬ জন। তার মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছে দুই লাখ ১৩ হাজার পাঁচশ ১৪ জন।
সূত্র : রয়টার্স