ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে আসার ইচ্ছা নেই তামিমের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটারদের দেশীয় রাজনীতিতে যোগদানের বিষয়টি মোটেও নতুন নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা ভারতের গৌতম গম্ভীরদের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সবচেয়ে কাছের উদাহরণ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যিনি বর্তমানে নড়াইল-২ আসনে প্রতিনিধিত্ব করছেন। তবে ভিন্ন মত তামিম ইকবালের। ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই টাইগারদের ওয়ানডে অধিনায়কের। ডয়েসে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মাহমুদ জানতে চায়’- এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন টাইগার কাপ্তান।

মাশরাফি বিন মুর্তজার দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের দায়িত্ব বর্তায় তামিম ইকবালের উপর। কিন্তু করোনার জেরে দায়িত্ব প্রাপ্তির সাত মাসেও বাইশ গজের লড়াইয়ে নামতে ব্যর্থ তামিম। তামিম জানালেন, নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেওয়ার চেস্টা করবেন।

টাইগারদের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংস শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে৷ আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার৷ এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে৷

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো।’

ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন- এমন প্রশ্নের জবাবে তামিম জানান, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ৷ তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে৷

তিনি বলেন, ‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম৷ সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না৷ গ্রুপ থাকা ভালো কথা৷ একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে৷ আমার গ্রুপের মানুষজন যদি আমার সতীর্থ ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না৷ গ্রুপ-ইজম নিয়ে আমার সমস্যা আছে৷ মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই৷’

ভবিষ্যতে রাজনীতিতে পদার্পণ করবেন কী না জানতে চাইলে তামিমের সহজ উত্তর, ‘রাজনীতি নিয়ে আমার এক ফোঁটা ইচ্ছা নেই৷’

সূত্র: ডয়েসে ভেল 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজনীতিতে আসার ইচ্ছা নেই তামিমের

আপডেট টাইম : ১১:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটারদের দেশীয় রাজনীতিতে যোগদানের বিষয়টি মোটেও নতুন নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা ভারতের গৌতম গম্ভীরদের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সবচেয়ে কাছের উদাহরণ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যিনি বর্তমানে নড়াইল-২ আসনে প্রতিনিধিত্ব করছেন। তবে ভিন্ন মত তামিম ইকবালের। ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই টাইগারদের ওয়ানডে অধিনায়কের। ডয়েসে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মাহমুদ জানতে চায়’- এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন টাইগার কাপ্তান।

মাশরাফি বিন মুর্তজার দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ দলের দায়িত্ব বর্তায় তামিম ইকবালের উপর। কিন্তু করোনার জেরে দায়িত্ব প্রাপ্তির সাত মাসেও বাইশ গজের লড়াইয়ে নামতে ব্যর্থ তামিম। তামিম জানালেন, নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেওয়ার চেস্টা করবেন।

টাইগারদের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংস শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে৷ আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার৷ এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে৷

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো।’

ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন- এমন প্রশ্নের জবাবে তামিম জানান, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ৷ তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে৷

তিনি বলেন, ‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম৷ সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না৷ গ্রুপ থাকা ভালো কথা৷ একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে৷ আমার গ্রুপের মানুষজন যদি আমার সতীর্থ ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না৷ গ্রুপ-ইজম নিয়ে আমার সমস্যা আছে৷ মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই৷’

ভবিষ্যতে রাজনীতিতে পদার্পণ করবেন কী না জানতে চাইলে তামিমের সহজ উত্তর, ‘রাজনীতি নিয়ে আমার এক ফোঁটা ইচ্ছা নেই৷’

সূত্র: ডয়েসে ভেল