হাওর বার্তা ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও চিত্রনায়ক আরেফিন শুভ সম্প্রতি নিজেদের ফিটনেসের ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। দুজনই প্রকাশ করেছেন সিক্স প্যাকের ছবি। এরপরই সোহেল তাজ জানান, তিনি একটি ফিটনেস সেন্টার খুলতে যাচ্ছেন, যেখানে সীমিত তরুণদের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেন। এই ফিটনেস সেন্টারে চমক অতিথি হিসেবে থাকছেন আরেফিন শুভ।
সোহেল তাজ আরেফিন শুভ সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, ‘আপনারা যাঁরা অনুমান করেছেন আরেফিন শুভ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন- কংগ্রাচুলেশন্স। আমাদের সারপ্রাইজ অতিথির একজন হচ্ছেন সুপারস্টার আইকন আরেফিন শুভ। শুভর সঙ্গে আমার গতকাল রাতে কথা হয়। আমি ওর সঙ্গে কথা বলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। এত অমায়িক আর ভদ্র যে ওর মতো একজন সুপারস্টার হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল।’
তিনি বলেন, ‘ওর কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে- যত বড়ই হোক না কেন আর যত খ্যাতিই অর্জন করো না কেন, ততই অমায়িক হতে শিখতে হবে। একজন গুণীজন বলে গেছেন যে একটা মানুষের আসল পরিচয় বা রূপ বেরিয়ে আসে ক্ষমতা আর খ্যাতি অর্জন করার পর- সেই পরীক্ষায় শুভ A+++।’
ইনস্পায়ার ফিটনেস বাই এসটি নামে একটি ফিটনেস সেন্টার চালু করতে যাচ্ছেন সোহেল তাজ। এখানে তিনি সীমিত আকারে কিছু তরুণের ফিটনেস নিয়ে পরামর্শ দেবেনে। ফিটনেস সেন্টার আনুষ্ঠানিকভাবে চালুর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ডাক্তার জাহাঙ্গীর কবির, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যাম্পিয়ন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রিদি শেখ, এ ছাড়া চমক হিসেবে তিনি আরেফিন শুভকে অতিথি হিসেবে রেখেছেন।