হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প একটি টুইট বার্তায় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, আজ রাতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করবো।
Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
এর আগে আরেকটি টুইট বার্তায় কোয়ারেন্টাইনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত। জানা গেছে, গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প টিভি বিতর্কে অংশ নেয়ার জন্য ওহিও যান। সেখানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ হিকস। শীর্ষ উপদেষ্টার আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই করোনা পরীক্ষা করান ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।