হাওর বার্তা ডেস্কঃ জয়ের পথে ফিরে এল মুম্বাই ইন্ডিয়ান্স। আর কিংস ইলেভেন পাঞ্জাব রয়ে গেল হারের আবর্তে। বৃহস্পতিবার আবুধাবিতে রোহিত শর্মাদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না লোকেশ রাহুলের পাঞ্জাব। মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে গেল তারা। ৪৮ রানে জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলে ৪ ম্যাচের মধ্যে মুম্বইেয়ের এটি দ্বিতীয় জয়। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাব হেরে গিয়েছে তিনটিতেই।
সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু সূর্য (১০) হঠাৎ রান আউট হয়ে যান। তরুণ ঈশান কিষাণের (২৮) সঙ্গে ৬২ রান যোগ করেন রোহিত। সেটাই মূলত মুম্বইকে বড় স্কোর গড়ার পথ করে দেয়। শেষ পর্যন্ত সামির বলে ৪৫ বলে ৭০ রান করে আউট হন হিটম্যান। মারেন ৮টি চার ও ৩টি ছয়। আইপিএলে পাঁচ হাজার রানও এদিন পূর্ণ করলেন রোহিত।
অধিনায়ক ফিরে যাওয়ার পর কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান। পোলার্ড ২০ বলে ৪৭ ও হার্দিক ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯১ রান।
জবাবে পাঞ্জাবের হয়ে এদিনও আশা জাগিয়েছিলেন ফর্মে থাকা দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বিনা উইকেটে ৩৮ রান তোলার পরেই ছন্দপতন। ১৮ বলে ২৫ রান করে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে যান মায়াঙ্ক। তিন নম্বরে নেমে করুণ নায়ারও (০) এদিও হতাশ করলেন।
চাপের মুখে নিকোলাস পুরানকে পাশে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন রাহুল। কিন্তু সেট হয়ে গিয়েও দলকে টানতে পারলেন না তিনি। ১৯ বলে ১৭ রান করে রাহুল চাহারের বলে আউট হন রাহুল। ৬০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কিছু লড়াই চালিয়েছিলেন পুরান। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। কিন্তু তাকে সঙ্গে দিতে পারেননি ম্যাক্সওয়েল (১১), নিশামরা (৭)। হারের গণ্ডি থেকে বেরতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবও।