ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ৭৯৮ ভরি স্বর্ণসহ ৩ যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের ৫৬টি বার জব্দ করেছে পালংখালী বিজিবির সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৭৯৮ ভরি। এসময় স্বর্ণপাচারে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্ষ্যং ইউপির কাঁটাখাল ব্রিজ নামক স্থান থেকে এসব স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটককৃতরা হল- কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, কয়েকজন চোরাকারবারী অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলো। বিজিবি সদস্যরা উপজেলার ২নং হোয়াইক্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে টেকনাফ হতে উখিয়াগামশ্ই সিএনজিটি থামায়।

তল্লাশিকালে সিএনজিতে থাকা তিন যাত্রীর আচরণে সন্দেহ হয়। বিজিবি টহলদল তাদের আবারও তল্লাশি করে। পরে ওই ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা।

আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টেকনাফে ৭৯৮ ভরি স্বর্ণসহ ৩ যুবক আটক

আপডেট টাইম : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের ৫৬টি বার জব্দ করেছে পালংখালী বিজিবির সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৭৯৮ ভরি। এসময় স্বর্ণপাচারে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্ষ্যং ইউপির কাঁটাখাল ব্রিজ নামক স্থান থেকে এসব স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটককৃতরা হল- কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, কয়েকজন চোরাকারবারী অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলো। বিজিবি সদস্যরা উপজেলার ২নং হোয়াইক্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে টেকনাফ হতে উখিয়াগামশ্ই সিএনজিটি থামায়।

তল্লাশিকালে সিএনজিতে থাকা তিন যাত্রীর আচরণে সন্দেহ হয়। বিজিবি টহলদল তাদের আবারও তল্লাশি করে। পরে ওই ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা।

আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।