নিরাপত্তার অজুহাত দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বারবার বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। গত অক্টোবরে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কায় বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়ার বড়দের দল। আবারো একই ইস্যু দেখিয়ে যুব বিশ্বকাপে খেলতে বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া। অথ্যাৎ আইসিসি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় খুব সন্তুষ্ট। কিছুদিন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলও ঘুরে গেছে। তখন তাদের নিশ্চিত করা হয়েছিল, বাংলাদেশ সরকার অতিথি দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। সাধারণত যে নিরাপত্তা সফররত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। তখন বাংলাদেশের এ সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়াও সন্তুষ্ট হয়। আর এখন আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও বাংলাদেশের খেলতে তাদের দল পাঠাবে না বলে আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে সিএ।এ ব্যাপারে টাইগার দলের সাবেক এই অধিনায়ক জানান, এ ধরণের অজুহাত দেখালে অন্য যে সকল দেশ বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ইতিবাচক ভাবনা-চিন্তা করে না, তারাও একই ধরণের অজুহাত দেখাতে পারে। আসলে আইসিসির কাছে নুন্যতম জবাবদিহিতা থাকা উচিৎ। তাদের যদি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকে তাহলে তাদের দেশের সরকার আমাদের দেশের সরকারের সঙ্গে বসে বসুক এবং বলুক তারা কি ধরণের নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের কাছে এমন কি প্রমাণ আছে। চলতি মাসে ২৭ জানুয়ারি শুরু হতে যাওয়া ১৯ দিনের এই টুর্নামেন্টে ম্যাচ হওয়ার কথা ৪৮টি। ঢাকা, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে হবে খেলা। প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী স্কটল্যান্ড ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা ও ২০০৪ ও ২০০৬ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। ‘সি’ গ্রুপে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ফিজি। তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছিল ‘ডি’ গ্রুপে। ওই গ্রুপে আছে তিন বার শিরোপা জয়ী আরেক দল ভারত, নিউ জিল্যান্ড ও নেপাল।
সংবাদ শিরোনাম
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশ
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬
- ৫৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ