হাওর বার্তা ডেস্কঃ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার এ রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী হাফিজ মোহাম্মদ মিজবাহ উদ্দিন এ রিট আবেদন করেন।
এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ শুনানি হওয়ার কথা জানান আইনজীবী।