প্রাথমিকের পাঠ পরিকল্পনা বাস্তবায়িত না হলে অটো পাস

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ের জন্য সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা তৈরি করে তা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)। করোনা ভাইরাস পরিস্থিতির জন্য দেশের প্রাথমিক বিদ্যালয়ে ১লা নভেম্বর থেকে ক্লাস শুরুর টার্গেট নিয়ে ৩৯ দিনের এ পরিকল্পনা প্রকাশ করে তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা বাস্তবায়িত না হলে আর মূল্যায়নের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অটোপাস দিতে হবে। এছাড়া অন্যান্য শ্রেণিতেও অটো প্রমোশন দেয়া হবে।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা পিইসি, জেএসসিসহ সমমানের পরীক্ষা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর