হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় ম্যাচে অজিদের ২৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ২৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ব্যাটিয়ে নেমে ২৯ রানেই দুই ওপেনার জেসন রয় ও বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। তবে ইংলিশরা সংগ্রহের ভিত পায় জো রুটের ৩৯ আর মরগানের ৪২ রানের ইনিংসে। লোয়ার অর্ডারে টম কারেনের ৩৭ আর আদিল রশিদের ৩৫ রানের ক্যামিওতে ৯ উইকেটে ২৩১ রান করে স্বাগতিকরা।
এই স্কোর তাড়া করতে নেমে ৩৭ রানের সাজঘরে ফেরেন দুই অজি, ওয়ার্নার ও স্টয়নিস। অধিনায়ক ফিঞ্চের ৭৩, মার্নাস লাবুসেনের ৪৮ আর অ্যালেক্স ক্যারির ৩৬ রানের ইনিংস ছাড়া আর কেউ ভালো করতে না পারায় ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অজিদের হারে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এলো।