কাস্টমাইজড মাস্ক বানিয়েছে অ্যাপল

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই ফেইস শিল্ড তৈরি করেছিল অ্যাপল। এবার মাস্ক বানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, কর্মীদেরকে করানোভাইরাস থেকে দূরে রাখতে কাস্টমাইজড মাস্ক বানানো হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে কাস্টমাইজড মাস্কটি তাদের হাতে পৌঁছে যাবে।

আইফোন ও আইপ্যাডের ডিজাইনার দল মাস্কটির ডিজাইন করেছে। তব এর ডিজাইন এখনো প্রকাশ করেনি অ্যাপল। তবে ডিজাইনার দলের দেয়া তথ্য মতে, চেহারার অধিকাংশ অংশ ঢেকে রাখবে এ মাস্ক। তিন স্তরের এ মাস্ক ধুয়ে সর্বোচ্চ পাঁচ বার ব্যবহার করা যাবে।

জানা গেছে, শুধু স্টোর কর্মী ও করপোরেট অফিসের কর্মকতাদের জন্যই এটি তৈরি করা হয়েছে। আপাতত অ্যাপল ভক্তরা মাস্কটি ব্যবহার করতে পারবেন না। পরবর্তীতে বাণিজ্যিকভাবে এ মাস্ক বাজারে ছাড়া হবে কি-না তাও নিশ্চিতভাবে জানায়নি অ্যাপল।

এর আগে ট্রান্সপারেন্ট সার্জিকাল মাস্কও বানিয়েছে অ্যাপল। করোনাভাইরাস মোকাবিলায় প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে অ্যাপলের সার্জিকাল মাস্ক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর