হাওর বার্তা ডেস্কঃ ওজন কমানোর পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন অ্যাপল সিডার ভিনেগার। এই ভিনেগার ব্যবহারে ত্বকের উজ্বলতা বাড়বে, ব্রণ দূর করবে ও ত্বক ভালো থাকবে।
আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন-
এসিভি ফেসওয়াশ
ফেসওয়াশ হিসেবে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এক কাপ কুসুম গরম পানিতে আধা চা চামচ এসিভি মিশিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন।
ব্রণ কমাতে
ব্রণ থেকে মুক্তি মিলবে এসিভি ব্যবহারে। ত্বকের স্বাভাবিক ভারসাম্যকে ফিরিয়ে আনা ও ব্রণের সমস্যা দূর করবে।
এক টেবিল চামচ এসিভি এবং দুই টেবিল চামচ পানি একসঙ্গে মিশিয়ে তুলার বলে ভিজিয়ে ত্বকের আক্রান্ত স্থানে দুই মিনিট ম্যাসেজ করুন। এরপর কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে নিন। এতে ব্রণের সমস্যা দূর হবে।