হাওর বার্তা ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড।
শুক্রবার এ জয়ের মধ্যদিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা। অন্যদিকে করোনার পর প্রথম মাঠে নেমে হারকে সঙ্গী করলো অস্ট্রেলিয়া।
সাউদাম্পটনে ইংল্যান্ডের দেয়া ১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ৯৮ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে অজিরা। কিন্তু দলীয় ১২৪ রানে আদিল রশিদের কাছে ধরা দিয়ে স্টিভেন স্মিথ সাঁজ ঘরে ফিরলে পাল্টে যায় সব হিসাব নিকাশ।
এরপর ১৪ বলে ৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যুন্ত ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে সফরকারীরা।
দুই রানে রোমাঞ্চকর জয় পায় ইংলিশরা। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ডেভিড মালানের হাফসেঞ্চুরিতে ভর করে সাত উইকেটে ১৬২ রান করে ইংল্যান্ড।
আগামী ছয় ও আট সেপ্টেম্বর রোজ বোলে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর ম্যানচেস্টারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।