হাওর বার্তা ডেস্কঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিআইডির করা এই মামলায় সাহেদের সঙ্গে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজেরও আট দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান বৃহস্পতিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
১১ কোটি টাকা ‘মানি লন্ডারিংয়ের’ এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়।
জামিন শুনানিতে সাহেদের আইনজীবী আদালতকে বলেন, সাহেদ একটানা দেড় মাসের মতো বিভিন্ন মামলায় রিমান্ডের মুখোমুখি হয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ। তাকে জিজ্ঞেস করলাম দুই আর দুই কত হয়? তিনি উত্তরে বলেছেন পাঁচ! তার মানে এতদিন যাবৎ রিমান্ডে থাকতে থাকতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন।