হাওর বার্তা ডেস্কঃ পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রী শিশিরের পাশে থাকতেই উড়ে গিয়েছিলেন তিনি। এরপরই শুরু হয় করোনার দাপট।
বিশ্বের নানা প্রান্তে দেয়া হয় লকডাউন। এপ্রিলের শেষ দিকে তাদের ঘরে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। করোনার প্রভাব বাড়তে থাকলে সুদূর প্রবাসে বসেও সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের নানা প্রান্তে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
করোনায় মৃতদের দাফনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের সেবা দেয়া হয় সাকিবের ফাউন্ডেশনের পক্ষ থেকে। শুধু তাই নয়, বন্যা কবলিত মানুষের জন্যও সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন তিনি। এবার সময় হয়েছে দেশে ফেরার।