ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আরও অর্ধলক্ষ শনাক্তে মৃত্যু প্রায় সহস্রাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্ধকোটি ছাড়ানো করোনাক্রান্ত রোগীর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির তালিকা। গত একদিনেও প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। উন্নতি নেই সংক্রমণেও। ফলে, একই সময়ে অর্ধলক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। যার বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে প্রাণহানি বেড়ে ১ লাখ ৬৫ হাজার ৭০ জনে ঠেকেছে। নতুন করে ৫৪ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।

তবে, ট্রাম্পের দেশে বেড়েছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। যার সংখ্যা ২৬ লাখ ৩৮ হাজারের বেশি।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১৩ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ২৬ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৮ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪ হাজারের অধিক। যেখানে প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৫১০ জনের।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে।

জর্জিজায় করোনার করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৩ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে সেখানে ৪ হাজার ১৮৬ জন মানুষের।

নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯৪২ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, ইলিনয়স, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যুক্তরাষ্ট্রে আরও অর্ধলক্ষ শনাক্তে মৃত্যু প্রায় সহস্রাধিক

আপডেট টাইম : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

হাওর বার্তা ডেস্কঃ অর্ধকোটি ছাড়ানো করোনাক্রান্ত রোগীর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির তালিকা। গত একদিনেও প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। উন্নতি নেই সংক্রমণেও। ফলে, একই সময়ে অর্ধলক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। যার বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে প্রাণহানি বেড়ে ১ লাখ ৬৫ হাজার ৭০ জনে ঠেকেছে। নতুন করে ৫৪ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।

তবে, ট্রাম্পের দেশে বেড়েছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। যার সংখ্যা ২৬ লাখ ৩৮ হাজারের বেশি।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১৩ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ২৬ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৮ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪ হাজারের অধিক। যেখানে প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৫১০ জনের।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে।

জর্জিজায় করোনার করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৩ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে সেখানে ৪ হাজার ১৮৬ জন মানুষের।

নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯৪২ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, ইলিনয়স, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।