হাওর বার্তা ডেস্কঃ চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। করোনার কারণে শো বন্ধ থাকলেও নতুন গানে সরব এ শিল্পী। রমজান জুড়েই ইসলামী গান প্রকাশ করেছিলেন তিনি। রোযার ঈদেও প্রকাশ করেছিলেন গান। এবারের কোরবানির ঈদেও বেশ কিছু গান নিয়ে হাজির হয়েছিলেন ইমরান, যা এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে। ইমরান বলেন, করোনার কারণে বাসাতেই থাকছি। স্টুডিওতে নতুন নতুন গানের কাজ করছি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে আমার।
এরমধ্যে সিএমভির ব্যানারে ‘জানি পাবো না’ শীর্ষক গানটির জন্য বেশ ভালো সাড়া মিলছে। গানটিতে আমার সহশিল্পী সিঁথি। এর বাইরে ধ্রুব মিউজিক ষ্টেশনের ব্যানারে আমার সঙ্গে সুমনার গাওয়া ‘রাখিস আমার হাতটা ধরে’ এবং সাউন্ডটেক থেকে প্রকাশিত বৃষ্টির সঙ্গে ‘তোমায় শুধু চাই’ গানটি থেকে শ্রোতাদের প্রশংসা পাচ্ছি। গানগুলোর মাঝে নতুনত্ব রয়েছে। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে যাবে গান গুলো। এদিকে ধ্রুব মিউজিক ষ্টেশন আয়োজিত ‘ধ্রুব মিউজিক আমার গান’ সংগীত প্রতিযোগীতার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ আয়োজনের প্রধান তিন বিচারকের মধ্যে একজন হলেন ইমরান। বিষয়টি নিয়ে এ গায়ক বলেন, বেশ সুন্দর একটি প্রতিযোগীতা আয়োজন হচ্ছে। এখানে বিচারক হিসেবে কুমার বিশ্বজিত দাদা এবং বাপ্পা মজুমদার দাদার মতো বড় মাপের শিল্পীরা রয়েছেন। তাদের সঙ্গে এ প্রজন্মের মধ্যে আমি বিচারক হিসেবে থাকছি। এটা আমার জন্য সম্মানের। আমাদের চেষ্টা থাকবে এ আয়োজনের মধ্যে দিয়ে সেরা শিল্পীরাই যেন উঠে আসতে পারে। এদিকে ইমরান বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বলেন, করোনার এ পরিস্থিতি সবার জন্যই অনাকাঙ্খিত। কিন্তু এটা মেনে নিয়েই কাজ করতে হবে। তবে স্টেজ শো কবে আয়োজন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। সেদিক থেকে আমাদের শিল্পী-মিউজিশিয়ানরা দীর্ঘ সময়ের জন্য আর্থিক ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছেন। আমরা যারা সংগীত পরিচালনার কাজ করি তারা হয়তো এ সময়টা পার করতে পারবো স্টুডিওর কাজের মধ্যে দিয়ে। তবে চিন্তুা হচ্ছে ষ্টেজ নির্ভর শিল্পী-মিউজিশিয়ানদের জন্য। দ্রুতই যেন এ পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি সেই দোয়াই করি।