বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ সংসদের সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টিউলিপ সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন টিউলিপ। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।
সাক্ষাতের সময় টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান স্পিকার।
ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার হবে বলে স্পিকারকে জানান টিউলিপ সিদ্দিক।