হাওর বার্তা ডেস্কঃ ১৮ মাস বাড়ি বসে থাকার পর অবশেষে ক্যামেরার সামনে ফিরতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। বাদশাহর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন হালের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনও। এই জুটি একসঙ্গে তিনটি ছবি করেছেন। প্রথমটি ‘ওম শান্তি ওম’, যেটির দীপিকার অভিষেক চলচ্চিত্র। দ্বিতীয়টি ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং তৃতীয়টি ‘হ্যাপি নিউ ইয়ার’। তিনটি ছবিই সুপারডুপার হিট।
বলিউড সূত্রে খবর, ছবির চিত্রনাট্য লেখা নাকি প্রায় শেষ। শাহরুখের সঙ্গে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কথাবার্তাও প্রায় পাকা। কিন্তু করোনার কারণে শুটিং কবে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। তবে সামনের বছর গান্ধী জয়ন্তীতে যে ছবির মুক্তি, তা মোটামুটি ঠিক হয়ে গেছে। শোনা যাচ্ছে, ছবির শুটিং হবে বিশ্বের অনেকগুলো দেশে।