ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মীরজাফরদের জায়গা আমার কাছে হবে না : খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
  • ৩০৮ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা বেঈমানি করেছেন তাদের জায়গা আমার কাছে হবে না। চিহ্নিত বেঈমান, দালাল, মীরজাফররা কিন্তু বেশিদিন টিকে না। তাদের পরিণতি অত্যন্ত খারাপ ও ভয়াবহ হয়। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাদের মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে। বেঈমানি করে কোনো লাভ হবে না। সত্য ও গণতন্ত্রের পথে থাকুন। আমি কখনো বেঈমানদের সঙ্গে হাত মেলাইনি। ভবিষ্যতেও বেঈমানদের জায়গা আমার কাছে হবে না। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও ইউনিয়ন কার্যালয় দখলকারীদের প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, যশোর, রাজশাহী, খুলনা, কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলাগুলোর সাংবাদিক ইউনিয়নের তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিএফইউজে’র নতুন নেতৃত্ব নির্বাচনে পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সর্বশেষ ২০১৪ সালের ৩০ মার্চ বিএফইউজে’র নির্বাচন হয়। ওই নির্বাচনে শওকত মাহমুদ সভাপতি ও এমএ আজিজ মহাসচিব নির্বাচিত হন। শওকত মাহমুদ বর্তমানে কারাগারে রয়েছেন। সম্মেলনে শওকত মাহমুদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও একুশে টিভির সাবেক মালিক আবদুস সালামের মুক্তির দাবি করেন বেগম জিয়া। চ্যানেল ওয়ান, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়াগুলো খুলে দেয়ার দাবিও জানান তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফএউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এম এ আজিজ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। পৌর নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। নিজ নিজ ভোট প্রয়োগ করতে হবে। আমি জানি, দেশের ভোটাররা ধানের শীষে ভোট দিতে অপেক্ষায় আছে। সত্যিকার অর্থে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষ ৮০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হবে হবেই ইনশাল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মীরজাফরদের জায়গা আমার কাছে হবে না : খালেদা

আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা বেঈমানি করেছেন তাদের জায়গা আমার কাছে হবে না। চিহ্নিত বেঈমান, দালাল, মীরজাফররা কিন্তু বেশিদিন টিকে না। তাদের পরিণতি অত্যন্ত খারাপ ও ভয়াবহ হয়। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাদের মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে। বেঈমানি করে কোনো লাভ হবে না। সত্য ও গণতন্ত্রের পথে থাকুন। আমি কখনো বেঈমানদের সঙ্গে হাত মেলাইনি। ভবিষ্যতেও বেঈমানদের জায়গা আমার কাছে হবে না। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও ইউনিয়ন কার্যালয় দখলকারীদের প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, যশোর, রাজশাহী, খুলনা, কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলাগুলোর সাংবাদিক ইউনিয়নের তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিএফইউজে’র নতুন নেতৃত্ব নির্বাচনে পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সর্বশেষ ২০১৪ সালের ৩০ মার্চ বিএফইউজে’র নির্বাচন হয়। ওই নির্বাচনে শওকত মাহমুদ সভাপতি ও এমএ আজিজ মহাসচিব নির্বাচিত হন। শওকত মাহমুদ বর্তমানে কারাগারে রয়েছেন। সম্মেলনে শওকত মাহমুদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও একুশে টিভির সাবেক মালিক আবদুস সালামের মুক্তির দাবি করেন বেগম জিয়া। চ্যানেল ওয়ান, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়াগুলো খুলে দেয়ার দাবিও জানান তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফএউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এম এ আজিজ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। পৌর নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। নিজ নিজ ভোট প্রয়োগ করতে হবে। আমি জানি, দেশের ভোটাররা ধানের শীষে ভোট দিতে অপেক্ষায় আছে। সত্যিকার অর্থে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষ ৮০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হবে হবেই ইনশাল্লাহ।