হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিশ্বে ক্রিকেট ফিরেয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেই ক্ষান্ত হচ্ছে না ইংলিশ ক্রিকেটাররা, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এক সপ্তাহ বাদেই পাকিস্তানের বিপক্ষে ফের বাইশ গজের লড়াইয়ে নামবে স্টোকস-রুটরা। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি।
আগাম মাসের ৫ তারিখ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই হবে সিরিজের প্রথম ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে এখন ম্যানচেস্টারেই অবস্থান করছে ইংল্যান্ড দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াডটিই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য রেখেছে ইংল্যান্ড। আলোচিত উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার আরও একবার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন পর গত ম্যাচে অর্ধশতকের দেখা পান বাটলার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ ইনিংসে মাত্র ১৫১ রান সংগ্রহ করেছেন তিনি। ইনিংস সর্বোচ্চ রান ৬৭।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বাদ পড়া স্টুয়ার্ট ব্রড পরের দুই ম্যাচে অসাধারণ পারফর্ম করেন। বল হাতে ১৬টি উইকেট শিকার করার সাথেসাথে ব্যাট হাতে একটি ঝড়ো অর্ধশতকও করেন তিনি। ফলস্বরূপ বোলিং র্যাঙ্কিংয়ের একাদশতম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট সাউদাম্পটনে। সিরিজের শেষ ম্যাচটি একই মাঠে ২১ আগস্ট মাঠে গড়াবে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: রবি বার্নস, ডমিনিক সিবলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জ্যাক ক্রাউলি, জস বাটলার, ডমিনিক বেস, স্যাম কারান, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, মার্ক উড ক্রিস ওকস।