জামায়াতে ইসলামীর মধ্যে পাঁচশ’র মত মুক্তিযোদ্ধা আছে বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় বেসরকারী টেলিভিশন ইনডিপেন্ডেন্ট টিভির ‘আজকের বাংলাদেশ’ টকশোতে এই কথা বলেন তিনি ।
তিনি বলেন, আমরা এটি সার্ভে করে দেখেছি । জামায়াত এদের নিয়মিত ভাতাও দেয়।অনেক মুক্তিযোদ্ধা জামায়াতেও প্রবেশ করেছে। আমরা একবার যাচাই করে দেখেছিলাম জামায়াতের একটি মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ আছে। জামায়াতের দাবী ২০০০ মুক্তিযোদ্ধা আছে আসলে তা নয় আছে মাত্র ৫০০ এর মত।
তিনি আরো বলেন, পদস্ফলন যেমন মুক্তিযোদ্ধাদের কারো কারো মধ্যে হয়েছে আবার আপনি যদি গ্রামে-গঞ্জে গিয়ে দেখেন, ঐ যে জামায়াতের কথা বললাম না, উত্তরবঙ্গের একটা গুচ্ছ গ্রামে জামায়াতিরা গিয়েছিলো যেখানে মুক্তিযোদ্ধারা থাকেন। একেবারে হতদরিদ্র মুক্তিযোদ্ধারা থাকেন সেখানে। জামায়াত তাদের মাসে ১৫-২৫ হাজার টাকা করে ভাতা দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেল হক।