ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পেছন থেকে ছুরি মারতে চেয়েছিল পাকিস্তান: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কারগিল যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,  ‘ভারতের বন্ধুত্বের প্রতিদানে পেছন থেকে ছুরি মারতে চেয়েছিল পাকিস্তান। তবে আমাদের সেনারা এমন শিক্ষা দিয়েছে, সেটি তারা চিরকাল মনে রাখবে।’ পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলে বর্ণনা করেছেন তিনি। গতকাল রোববার কার্গিল যুদ্ধের ২১তম দিবসে প্রধানমন্ত্রী মোদির নিয়মিত অনুষ্ঠানে ‘মন কি বাত’ তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি’র।

এ অনুষ্ঠানে কারগিল যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে পাকিস্তানকে এক হাত নেন তিনি। অটল বিহারি বাজপেয়ির আমলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কারগিল এলাকায় দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। কারগিল যুদ্ধে পাকিস্তান কেন বিশ্বাসঘাতকতা করেছে, তার ব্যাখ্যায় মোদি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ অস্থিরতা থেকে দৃষ্টি ঘোরাতে এবং ভারতের জমি দখলের উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল পাকিস্তান।’

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনারা পাহাড়ের ওপর ঘাঁটি তৈরি করেছিল। আমরা নিচে ছিলাম। কিন্তু কারগিল প্রমাণ করেছিল, অবস্থানগত উচ্চতা নয়, যুদ্ধে জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক হয়ে ওঠে সেনার মানসিক উচ্চতা।’

কারগিলের পাশাপাশি এদিন মোদির বক্তব্যে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রসঙ্গও এসেছে। তিনি বলেন, ‘অন্য দেশের তুলনায় ভারতে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি। মৃত্যুর হার কম।’ তবে করোনাভাইরাস আগের মতোই এখনও যে সমান বিপজ্জনক তাও মনে করিয়ে দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পেছন থেকে ছুরি মারতে চেয়েছিল পাকিস্তান: মোদি

আপডেট টাইম : ১২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

হাওর বার্তা ডেস্কঃ কারগিল যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,  ‘ভারতের বন্ধুত্বের প্রতিদানে পেছন থেকে ছুরি মারতে চেয়েছিল পাকিস্তান। তবে আমাদের সেনারা এমন শিক্ষা দিয়েছে, সেটি তারা চিরকাল মনে রাখবে।’ পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলে বর্ণনা করেছেন তিনি। গতকাল রোববার কার্গিল যুদ্ধের ২১তম দিবসে প্রধানমন্ত্রী মোদির নিয়মিত অনুষ্ঠানে ‘মন কি বাত’ তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি’র।

এ অনুষ্ঠানে কারগিল যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে পাকিস্তানকে এক হাত নেন তিনি। অটল বিহারি বাজপেয়ির আমলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কারগিল এলাকায় দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। কারগিল যুদ্ধে পাকিস্তান কেন বিশ্বাসঘাতকতা করেছে, তার ব্যাখ্যায় মোদি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ অস্থিরতা থেকে দৃষ্টি ঘোরাতে এবং ভারতের জমি দখলের উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল পাকিস্তান।’

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনারা পাহাড়ের ওপর ঘাঁটি তৈরি করেছিল। আমরা নিচে ছিলাম। কিন্তু কারগিল প্রমাণ করেছিল, অবস্থানগত উচ্চতা নয়, যুদ্ধে জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক হয়ে ওঠে সেনার মানসিক উচ্চতা।’

কারগিলের পাশাপাশি এদিন মোদির বক্তব্যে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রসঙ্গও এসেছে। তিনি বলেন, ‘অন্য দেশের তুলনায় ভারতে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি। মৃত্যুর হার কম।’ তবে করোনাভাইরাস আগের মতোই এখনও যে সমান বিপজ্জনক তাও মনে করিয়ে দেন তিনি।