হাওর বার্তা ডেস্কঃ ২০১৫-১৬ মৌসুমে ২৪ গোল করে লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন জেমি ভার্ডি। কিন্তু গোল্ডেন বুটটা হাত ছাড়া হয়ে যায় হ্যারি কেনের (২৫) কাছে। তবে ২০১৯-২০ মৌসুমে সেবারের চেয়ে এক গোল কম করেও সোনার বুট জিতে নিলেন ভার্ডি।
সাবেক ইংলিশ স্ট্রাইকারের এই কীর্তিতে একটা রেকর্ডও হয়েছে। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন ভার্ডি।
৩৩ বছর বয়সী ভার্ডি পেছনে ফেলেছেন আর্সেনাল তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং ও ড্যানি ইংসকে। দুজনই ২২টি করে গোল করেছেন।
ইংল্যান্ডের নবম খেলোয়াড় হিসেবে ইপিএলে গোল্ডেন বুট জিতলেন ভার্ডি। গত মৌসুমে অবামেয়াং, সাদিও মানে ও মোহামেদে সালাহ যৌথভাবে গোল্ডেন বুট জিতেছিলেন। তিনজনই গোল করেছিলেন ২২টি করে।
ভার্ডি সর্বোচ্চ গোলদাতা হলেও রবিবার লিগের শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরেছে লিস্টার। যে হারে টেবিলের পাঁচে থেকে আসর শেষ করতে হয়েছে দলটিকে। সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা হয়নি।