ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মুখের চেয়েও জরুরি হাত দু’টি সুন্দর রাখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝকঝকে ত্বক, সুন্দর সাজে প্রিয় কারো সঙ্গে কফি খাচ্ছেন? সবই ঠিক আছে কিন্তু হাতের নখগুলো সুন্দর করে সাইজ করা না, একটু হলদেটেও হয়ে আছে। এমন সুন্দর মুহূর্ত কফি আর প্রিয়জনের সঙ্গ উপভোগ করার বদলে আপনি ব্যস্ত হাত দু’টি লুকাতে।

এমন অবস্থায় কেমন লাগবে বলুন?যে কোনো উৎসবে যাই অথবা শুধুই ঘরে থাকি আমরা দেহের যে অঙ্গটি সবসময় সবচেয়ে বেশি সবার সামনে ব্যবহার করি, তা হচ্ছে আমাদের হাত। অথচ এই হাতের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকেই সচেতন নই। সবাই চাই সবার সামনে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করতে।

ত্বকের সঙ্গে মিলিয়ে হাতের নিয়মিত যত্নের মাধ্যমে কীভাবে সুন্দর করে তুলবেন বিস্তারিত জানাচ্ছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

ফারনাজ বলেন-
•    নিয়মিত হাত পরিষ্কার রাখুন, হাতে সাবান লাগানোর পর প্রতিবার অবশ্যই ময়েশ্চারাইজার লাগান
•    রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন
•    অতিরিক্ত নেইল পলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখুন
•    সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান
•    মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দুই চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান
•    কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন
•    পার্লারে যাওয়া হচ্ছে না, সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন। সঙ্গে শেপও ঠিক করে নিন
•    হালকা গরম পানিতে সামান্য মাইল্ড শ্যাম্পু দিয়ে হাত পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন তোয়ালেতে হাত চেপে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
•    ঘরে তৈরি স্ক্র্যাব হিসেবে চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষণ চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে
•    এই করোনার সময় সারা দিনে বার বার হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে। এজন্য অবশ্যই ঘুমের আগে অলিভ অয়েল ও ভ্যাসলিন মিশিয়ে পুরু করে লাগিয়ে রাখুন। ত্বক কোমল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মধ্যরাতে সেন্টমার্টিনে আগুন, রিসোর্ট পুড়ে ছাই

মুখের চেয়েও জরুরি হাত দু’টি সুন্দর রাখা

আপডেট টাইম : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ঝকঝকে ত্বক, সুন্দর সাজে প্রিয় কারো সঙ্গে কফি খাচ্ছেন? সবই ঠিক আছে কিন্তু হাতের নখগুলো সুন্দর করে সাইজ করা না, একটু হলদেটেও হয়ে আছে। এমন সুন্দর মুহূর্ত কফি আর প্রিয়জনের সঙ্গ উপভোগ করার বদলে আপনি ব্যস্ত হাত দু’টি লুকাতে।

এমন অবস্থায় কেমন লাগবে বলুন?যে কোনো উৎসবে যাই অথবা শুধুই ঘরে থাকি আমরা দেহের যে অঙ্গটি সবসময় সবচেয়ে বেশি সবার সামনে ব্যবহার করি, তা হচ্ছে আমাদের হাত। অথচ এই হাতের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকেই সচেতন নই। সবাই চাই সবার সামনে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করতে।

ত্বকের সঙ্গে মিলিয়ে হাতের নিয়মিত যত্নের মাধ্যমে কীভাবে সুন্দর করে তুলবেন বিস্তারিত জানাচ্ছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

ফারনাজ বলেন-
•    নিয়মিত হাত পরিষ্কার রাখুন, হাতে সাবান লাগানোর পর প্রতিবার অবশ্যই ময়েশ্চারাইজার লাগান
•    রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন
•    অতিরিক্ত নেইল পলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখুন
•    সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান
•    মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দুই চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান
•    কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন
•    পার্লারে যাওয়া হচ্ছে না, সপ্তাহের একদিন ফাইলার দিয়ে নখ ফাইল করুন। সঙ্গে শেপও ঠিক করে নিন
•    হালকা গরম পানিতে সামান্য মাইল্ড শ্যাম্পু দিয়ে হাত পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন তোয়ালেতে হাত চেপে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
•    ঘরে তৈরি স্ক্র্যাব হিসেবে চিনি এবং লেবুর রস হাতে ঘষুন, যতক্ষণ চিনি মিলে না যায়। এতে হাতের রুক্ষতা দূর হয়ে হাত মসৃণ হবে
•    এই করোনার সময় সারা দিনে বার বার হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে। এজন্য অবশ্যই ঘুমের আগে অলিভ অয়েল ও ভ্যাসলিন মিশিয়ে পুরু করে লাগিয়ে রাখুন। ত্বক কোমল থাকবে।