পৌরসভা নির্বাচনে সব স্থানে জাতীয় পার্টির প্রার্থী না থাকায় হতাশা প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় নির্বাচনে যেন এমন ঘটনা না ঘটে। সে জন্য এখন থেকেই যোগ্য প্রার্থী খুঁজতে বললেন তিনি। বৃহস্পতিবার সকালে এরশাদের বারিধারার বাসভবনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন এরশাদ। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে হলে আমাদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে। আমাদের সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে।’ এরশাদ হতাশা প্রকাশ করে বলেন, ‘পৌর নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারি না। এমন হওয়ার কথা ছিল না। জাতীয় নির্বাচনে যেন এমন ঘটনা না ঘটে। মহানগরের সকল আসনসহ সারাদেশে এখন থেকেই প্রার্থী খুঁজে বের করতে হবে।’
সংবাদ শিরোনাম
যা বললেন এরশাদ
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
- ৩১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ