হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিতিতে ২য় জানাজার নামাজ হয়। পরে জানাজা শেষে তাকে পিতা-মাতার পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ আফজলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে নিজ জন্মস্থান জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে হেলিকপ্টারযোগে নিহতের মরদেহ আনা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।