তুলসী পাতার উপকারিতা সম্পর্কে আমরা অনেকে কম-বেশি অবগত রয়েছি। বিভিন্ন ধর্মে বিশেষ করে হিন্দু-ধর্মাবলম্বী মানুষেরা তুলসী পাতাকে অনেক সম্মান করে।
অনেকে বিশ্বাস করে যে, ভূত ও প্রেতাত্মা থেকে রক্ষা করে তুলসী পাতা। আবার, মৃত মানুষের মুখে তুলসী পাতা দেয়া হয়। এর কারণ হিসেবে বলা হয় যে, সেই পাতা মুখে নিয়ে তারা বেহেস্তে প্রবেশ করবে।
নিম্নে তুলসী পাতার কিছু চমকপ্রদ ব্যবহার ও গুণাবলী সম্পর্কে আলোচনা করা হল-
১. গরম পানিতে তুলসী পাতা ও দারুচিনি একত্রে সেদ্ধ করে সেই পানি পান করলে জ্বর কমে যায়।
২. তুলসীতে জীবাণুনাশক এবং বীজঘ্ন উপাদান বিদ্যামান। যা মানব দেহকে সব ধরনের সংক্রমণ রোগ থেকে রক্ষা করে।
৩. মধু এবং আদার সঙ্গে তুলসী ব্রংকাইটিস, হাঁপানি , ইনফ্লুয়েঞ্জা এবং ঠান্ডার বিরুদ্ধে একটি কার্যকর প্রতিকার।
৪. খালি পেটে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে, এটি কিডনির পাথর অপসারণ করতে সাহায্য করে।
৫. এটি রক্তে কলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। তুলসীতে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট এর পরিমাণ বেশি। যা আমাদের হৃদয়কে মৌলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
৬. উষ্ণ তুলসীর রস পেট থেকে কৃমি পরিত্রাণ করতে সাহায্য করে।
৭. তুলসি নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করার পাশাপাশি পূঁযনি: স্রাব, গহ্বর এবং অন্যান্য দাঁত সম্পর্কিত সমস্যা দূর করে।
৮. তুলসি ঐতিহ্যগতভাবে রাতকানা রোগের জন্য একটি নিরাময় হিসাবে ব্যবহৃত হয়।
৯. তুলসি শরীরের মৌলে স্কেভেঞ্জেস তৈরি করে। তাই অনেক গবেষকরা মনে করেন এটির ক্যান্সারের সাথে যুদ্ধ করার সম্ভাবনা রয়েছে।–সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।