হাওর বার্তা ডেস্কঃ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া এবং কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। ১৯৫৮ সালে সৈয়দ আবদুল হাদী ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
সৈয়দ আব্দুল হাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরীয়ান হিসেবে কাজ করেছেন।
সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন।
উল্লেখযোগ্য গান:
যেও না সাথী, ও যেও না সাথী, চলেছো একেলা কোথায়
চক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে
একবার যদি কেউ ভালোবাসতো
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন
জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বল সইবো
আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
এমনওতো প্রেম হয়
সতী মায়ের সতী কন্যা
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।