হাওর বার্তা ডেস্কঃ চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি আন্তোনিন পানেনকার একটি পেনাল্টি শট এতটাই আকর্ষণীয় ছিল ৪৪ বছর পরও তা নিয়ে আলোচনা হচ্ছে। যতদিন এই তাকে অনুকরণ করে শটটি নেয়া হবে ততদিন তার নাম উচ্চারণ হবে। কারণ শটের নাম তার নামের সঙ্গেই মিলিয়ে রাখা হয়েছে ‘পানেনকা শট’। ১৯৭৬ সালের ইউরোর ফাইনালে জার্মানির বিপক্ষে গোলরক্ষককে বোকা বানিয়েছিলেন পানেনকা। টাইব্রেকারে গোলরক্ষক ঝাঁপ দিয়েছিলেন ঠিকই। কিন্তু চিপ করে বরাবর কিক করে গোল আদায় নিয়েছেলেন সেদিন। ৭১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার পানেনকার দেখানো পথ অনুসরণ করে ক্যারিয়ারের ৭০০তম গোল আদায় করলেন লিওনেল মেসি।
মঙ্গলবার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এই নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট ভাগ করলো কাতালানরা।দ্বিতীয়ার্ধে মাঠে নামলে পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেডোকে পেনাল্টি বক্সে ফাউল করেন ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার ফেলিক্স। ৫০তম মিনিটে সফল পানেনকা পেনাল্টি শটে ছয়বারের ব্যালন ডি অ’র জয়ী পৌঁছে যান ক্যারিয়ারের নতুন মাইলফলকে।৭০০ গোল তুলার দিনে চলতি মৌসুমে লা লিগায় ২৮ ম্যাচে ২২ গোল করলেন মেসি। এই পর্যন্ত গোল করিয়েছেন ১৭টি। সব ধরনের প্রতিযোগিতায় ২০১৯/২০ মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা ৩৭ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২৭টি। করিয়েছেন ২১টি।এদিকে বার্সার হয়ে ৭২৪ ম্যাচ খেলে ৬৩০ গোল করলেন তিনি। মোট অ্যাসিস্টের সংখ্যা ২৫২টি।অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ১৩৮ ম্যাচে ৭০ গোল করেছেন মেসি। জাতীয় দলের হয়ে গোল করিয়েছেন ৪০টি।