হাওর বার্তা ডেস্কঃ ১০ ক্রিকেটারের করোনা আক্রান্তের পরও নির্ধারিত তারিখে অর্থাৎ আজ ২৮শে জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে পাকিস্তান। ইংল্যান্ডের বিমান ধরার আগে সিরিজ জয়ের স্বপ্নের কথা বলে গেলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো স্কোয়াডকে। এরপর অনুশীলন। তবে এসব নিয়ে ভাবছেন না আজহার। নিজেদের শক্তিশালী দিক বোলিং আক্রমণ দিয়ে জিততে চান টেস্ট সিরিজ। তিনি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ ইংল্যান্ডের ভাল পরীক্ষা নেবে। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ইংলিশ কন্ডিশনে দারুণ পারফর্ম করবে বলে আমার ধারণা। ব্যাটিংয়ে ভালো করতে পারলে আমাদেরও সুযোগ থাকবে।’
২০১৮ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয়টিতে হেরে যায় পাকিস্তান।
চার্টার্ড বিমানে করে ২০ ক্রিকেটার এবং কোচিং ও অন্যান্য সাপোর্ট স্টাফের ১১ সদস্য ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দেবে আজ।
মূল স্কোয়াডের করোনা আক্রান্ত ১০ জন ক্রিকেটার পরে যোগ দেবেন দলের সঙ্গে।
পাকিস্তান দলের প্রোটিয়া ফিজিও ক্লিফি ডেকন দক্ষিণ আফ্রিকা থেকে এবং পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়া থেকে এসে।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে পাকিস্তান।