হাওর বার্তা ডেস্কঃ আবারও একদিনে করোনার রেকর্ড সংক্রমণ দেখলো ভারত। শুক্রবার দেশটিতে ১৮ হাজার ৬শ’ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। ৭৮ লাখ নমুনা পরীক্ষায় মোট পজেটিভ পাঁচ লাখের বেশি। ২৪ ঘণ্টায় চার শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ১৬ হাজারের কাছাকাছি।
এদিন রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। তবে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। নতুন পাঁচ হাজার সংক্রমণ শনাক্তে, এই একটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ। শুধু মুম্বাইতেই এ সংখ্যা চার হাজারের বেশি। গেলো ছ’দিনে ভারতে শনাক্ত হয়েছেন এক লাখের বেশি করোনা রোগী।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।