হাওর বার্তা ডেস্কঃ সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। ছবিটি আগামী জুলাইয়ের ২৪ তারিখ অনলাইন প্ল্যাটফর্ম হটস্টার প্লাস ডিজনি ওয়েবে মুক্তি পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তথ্যটি প্রকাশ করেছেন হটস্টার কর্তৃপক্ষ। তারা ছবিটি মুক্তির ঘোষণা দিয়ে লেখেন, এ এক আশা, ভালোবাসা আর না ফুরনো স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার উপায়।
এর পরেই হাল ছাড়ছেন না সুশান্ত ফ্যানেরা। যেখানেই মুক্তি পাক না কেন ‘দিল বেচারা’ যে ফ্লপ হতে দেয়া যাবে না, তা নিয়ে মোটামুটি বদ্ধপরিকর তারা। সুশান্ত নেই, কিন্তু তার শেষ স্মৃতিকে বাঁচিয়ে তুলতে মরিয়া সবাই।
লেখক জন গ্রিন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত এই ছবি। সুশান্তের বিপরীতে রয়েছেন সঞ্জনা সঙ্ঘি এবং সাইফ আলী খান।