হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারীতে মাস্ক না পরার কারণে জরিমানা গুণতে হয়েছে খোদ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে। মঙ্গলবার (২৩ জুন) মাস্ক না পরে একটি গির্জা পরিদর্শনে গেলে এই জরিমানা দিতে হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। তবে মহামারী রুখতে বেশ কঠোর ভূমিকা পালন করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।