হাওর বার্তা ডেস্কঃ ৭ দিনের মধ্যে শতভাগ করোনা সারিয়ে দেবে৷ এমনই দাবি করে আজ মঙ্গলবার করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ৷ তবে মাত্র কয়েক ঘণ্টা যেতে না যেতেই রামদেবের কপালে শনির রাহু ভর করেছে।
পতঞ্জলির কাছ থেকে ওই আয়ুর্বেদিক ওষুধের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়৷ একই সঙ্গে মন্ত্রণালয় রামদেবের সংস্থাকে নির্দেশ দিয়েছে, যতক্ষণ না প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণ হচ্ছে, এই ওষুধে করোনা সেরে যায়, তত দিন ওষুধটি নিয়ে কোনো রকম বিজ্ঞাপনী প্রচার করা যাবে না৷
পতঞ্জলির ওই ওষুধের নাম করোনিল৷ রামদেবের দাবি, দেশজুড়ে ২৮০ জন করোনা আক্রান্ত রোগীর শরীরে ট্রায়াল দিয়ে সাফল্য মিলেছে৷ করোনা কিট-সহ করোনিল নামক ওই ওষুধের দাম রাখা হয়েছে ৫৪৫ টাকা৷ এক সপ্তাহের মধ্যেই দেশজুড়ে মিলবে ওই ওষুধ৷
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় পতঞ্জলিকে নির্দেশ দিয়েছে, ওষুধটিতে কী কী উপাদান রয়েছে, রিসার্চের ফল, কোন কোন হাসপাতালে ট্রায়াল দেওয়া হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রেজিস্টার্ড ছিল কি না সংস্থা, ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র আছে কি না, এই সব যাবতীয় বিষয় দেখা হবে৷ হরিদ্বারে তৈরি ওই আয়ুর্বেদিক ওষুধের লাইসেন্স ও অনুমোদন পত্রও চেয়েছে কেন্দ্র৷
রামদেব বলেছেন, আমরা ক্লিনিক্যাল কেস স্টাডি ও নিয়ন্ত্রিত পরীক্ষা চালিয়েছিলাম এবং এতে দেখা গেছে যে, ৬৯ শতাংশ রোগী তিনদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং সাতদিনের মধ্যে ১০০ শতাংশই আরোগ্য লাভ করেছে।
ওষুধের উপাদান সম্পর্কে রামদেব বলেছেন, তারা নানা খনিজ ব্যবহার করে এই ওষুধগুলো তৈরি করেছেন। ‘স্বসরি বটি’ ও ‘করোনিলে’র জন্য ১০০-র বেশি সক্রিয় মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ফাইটোকেমিক্যালস ও ফাইটোমেটাবোলিটিসও।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে জানিয়েছে, করোনার চিকিত্সায় কোনো বিকল্প উপায়ের বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ যদিও বাবা রামদেবের দাবি, করোনিল ওষুধটি ক্লিনিক্যাল ট্রায়ালে ১০০ শতাংশ সফল হয়েছে৷ ওই ওষুধে ১০০ শতাংশ কভিড-১৯ রোগী সাতদিনের মধ্যে আরোগ্য লাভ করেছে।
সূত্র- নিউজ ১৮